লিটার অফ লাইট এর সাথে বিদেশি ভলেন্টিয়ার !

কয়েক বছর আগে ফ্রান্স থেকে একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমাদের সাথে যোগাযোগ করেছিল স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিয়ে আমাদের আলো ছড়িয়ে দেয়ার উদ্যোগে সামিল হতে চায়। আমরা সব ব্যবস্থা করি, তারা বাংলাদেশে আসে। তারা বাংলাদেশে আসার জন্য যাবতীয় খরচ যোগানের জন্য ২ বছর নানা রকম পার্ট টাইম চাকুরী করে।

বাংলাদেশে এসেই তারা কাজে লেগে যায় আমাদের টিমের সাথে। সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়া আলোকিত করার উদ্যোগে দেশীয় ২৫ জন স্বেচ্ছাসেবীর সাথে তারাও লেগে পরে ৭০টি সোলার লাইট বানানোর কাজে। তারা এসেছিল শিখতে, এক মাসের টেকনিক্যাল ইন্টার্নশিপ করতে Liter of Light Bangladesh এ। কিন্তু শিখিয়ে গেছে অনেক। শিখিয়েছে কিভাবে কাজকে গুরুত্ব দিতে হয়, কিভাবে অন্যের উপর নির্ভর না করে নিজেই করে ফেলতে হয়, বড়ছোট উঁচুনিচু না ভেবে কি করে সবার সাথে মিলেমিশে থাকা যায়। সুন্দর দেশের সুন্দর মানুষগুলোর সাথে কাজ করতে পেরে আমরা লিটার অফ লাইট বাংলাদেশ পরিবার আনন্দিত। ভাল থাকুক তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *